জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডকে মানুষ লাল কার্ড দেখাবে

বিগত দিনের দুঃশাসনে ছাত্রলীগ ও আওয়ামী লীগ মিলে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। ৫ আগস্ট পরবর্তী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা এখন জাতীয় ঐক্য বিনষ্ট করছে, সেই জামায়াত-শিবিরের সব সন্ত্রাসী কর্মকাণ্ডকে ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ‘জেন-জি কার্নিভাল’-এ ধানের শীষে ভোট চাওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম খান বলেন, রক্তের বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে আছে। আমরা লড়াই করেছি; আমরা পালিয়ে যাইনি বা আত্মগোপনে থাকিনি। আমরা ছাত্রলীগের ভেতরে মিশে গিয়ে মানুষের ওপর নির্যাতন করিনি। আমরা আমাদের সংগঠনের পরিচয় দিতে বিব্রতবোধ করি না।
তিনি আরও বলেন, আমরা অনেক ছাড় দিয়েছি, ধৈর্য ধারণ করেছি; কিন্তু আর ছাড় দেওয়া হবে না। শিবিরের ‘গুপ্ত সন্ত্রাসীরা’ নানা ধরনের বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করে। তারা নাকি বাংলাদেশের ভালো চায়! যদি সত্যিই দেশের ভালো চান, তবে আগে রাজনীতি শিখুন। গুপ্তচরবৃত্তি আর রাজনীতি এক জিনিস নয়।”
একই অনুষ্ঠানে জামায়াতকে দাজ্জালের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি বলেন, সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। অথচ একটি দল এক হাতে জান্নাত ও অন্য হাতে জাহান্নাম দেখিয়ে দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন সে যা জান্নাত হিসেবে দেখাবে তা হবে আসলে জাহান্নাম। বর্তমানে একটি দল ঠিক সেই ভূমিকাই পালন করছে।
তরুণদের নিয়ে আয়োজিত এই ‘জেন-জি কার্নিভাল’-এ প্রধান অতিথি হিসেবে ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এছাড়া আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা শেখ নূর উদ্দিন আবির, তানভীর আল হাদী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা প্রমুখ।
স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেন-জি কার্নিভালের সমাপ্তি ঘটে।
রবিউল আলম ইভান/এমএন