নির্বাচনী প্রলোভনে পা দেবেন না, শাপলা কলিতে ভোট দিন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। পাশাপাশি শাপলা চত্বর ও বিডিআর গণহত্যার বিচারও এ দেশের মাটিতেই সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১১ দলীয় ঐক্যজোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমাদের ইশতেহারে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মকেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে আমরা নিজেরা আরও শক্তিশালী হতে পারি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা ছড়ানো হচ্ছে। এই টাকার বিনিময়ে আপনারা যদি বিক্রি হন, তবে আগামীতে স্বামী ও সন্তানদের হারাবেন (নিরাপত্তা বিঘ্নিত হবে)।
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, একটি দল বলছে তারা কৃষকদের ঋণ মওকুফ করে দেবে, কৃষক কার্ড দেবে—এমন নানা প্রলোভন দেখাচ্ছে। কিন্তু এসব প্রলোভনে পা দেওয়া যাবে না।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল এবং ১১ দলীয় ঐক্যজোটের টাঙ্গাইল-৩ আসনের মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার প্রমুখ।
আরিফুল ইসলাম/এমএন