মানিকগঞ্জে গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নাজমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী রফিক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রফিক বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামের শফি উদ্দিনের ছেলে।
রোববার (৪ জুলাই) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ নাজমা সরফদিনগর গ্রামের ইসলাম সর্দারের স্ত্রী।
জানা গেছে, সকালে নাজমা ও তার স্বামী ইসলাম সর্দার খেতে মরিচ তুলতে যান। খেতে পানি থাকায় তার স্বামী নৌকা নিয়ে যান এবং নাজমা পায়ে হেঁটে অন্যদিক দিয়ে মরিচ খেতে যাচ্ছিলেন। এ সময় নাজমার সঙ্গে প্রতিবেশী রফিকের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে রফিক বাঁশ দিয়ে নাজমাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে নাজমাকে উদ্ধার করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নাজমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপতালে দুপুর ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই নাজমাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে শিবালয় উপজেলার ফেচুয়াধারা থেকে দুপুরে রফিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
সোহেল হোসেন/এমএসআর