খুলনা বিভাগে করোনা চিকিৎসায় সেনাবাহিনী নিযুক্তির দাবি বিএনপির

করোনার ভয়বহতা রোধে খুলনা বিভাগে প্রায় অর্ধ লাখ করোনা রোগীর চিকিৎসায় অবিলম্বে সেনাবাহিনীর মেডিকেল কোর নিযুক্ত করে অস্থায়ী ক্যাম্প গঠনের মাধ্যমে জনগণকে রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
রোববার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে বিএনপি নেতারা এ আহ্বান জানান।
বিৃবতিতে বিএনপি নেতারা অবিলম্বে খুলনা অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, উদ্বেগ উৎকণ্ঠা ও নিরাপদহীন খুলনার জনগণকে রক্ষায় শুধুমাত্র লকডাউন নয়, প্রয়োজনে আক্রান্তদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। খুলনা মহানগর ও জেলায় করোনায় আক্রান্ত ১৬,৩৮৭ জনের মধ্যে সুস্থ হয়েছে ১১,৩৫২ জন। বাকি প্রায় পাঁচ হাজার রোগীর মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে মিলিয়ে ৪০০ রোগী চিকিৎসা পেলেও প্রায় সাড়ে চার হাজার রোগী চিকিৎসা বঞ্চিত।
বিএনপি নেতারা বলেন, করোনাভাইরাস রোধে সরকারের অবহেলা অতিকথন ও সময় মতো পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বর্তমান ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়া, জনশক্তিহীন দুর্বল ব্যবস্থাপনা ও সমর্থহীন স্বাস্থ্য বিভাগের পক্ষে সম্ভব নয়। প্রয়োজন এই মুহূর্ত থেকে সব শক্তি ও সামর্থ্য নিয়ে জনগণের পাশে দাঁড়ানো। এছাড়া প্রতিদিন হাজার হাজার লোকের করোনা পরীক্ষা, স্টেডিয়াম, বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ব্যাপক আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিত করা। বিদেশ থেকে আনা সব ভ্যাকসিন দ্রুত এলাকায় প্রয়োগের ব্যবস্থা করা, লকডাউন দীর্ঘায়িত করা, একই সঙ্গে কর্মহীন মানুষের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করা এবং এসব কাজ সেনাবাহিনীর মেডিকেল ও সাপ্লাই কোরের মাধ্যমে সম্পন্ন করা।
বিএনপি নেতারা খুলনাবাসীকে বর্তমান দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিরন্ন মানুষের পাশে থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলায় ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থেকে কাজ করাসহ সরকারকে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
মোহাম্মদ মিলন/এসএসএইচ