নতুন অধ্যক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজ

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে (বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত) সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জামালুর রহমানকে।
রোববার (০৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জামালুর রহমান বলেন, সবার সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার চেষ্টা থাকবে। এ অঞ্চলের মানুষের শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।
মো. জামালুর রহমান কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের সন্তান ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের ছোট ভাই।
উল্লেখ্য, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত কলেজটিকে ১৯৮০ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে কলেজে ১৬টি বিভাগে স্নাতক (সম্মান), ১৬টি বিভাগে স্নাতকোত্তর, উচ্চ মাধ্যমিক (পাস) কোর্স রয়েছে।
ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের দীর্ঘ পথ পরিক্রমায় কীর্তিমান শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, নেত্রকোনা জেলার অধিবাসী প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, প্রাক্তন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, নরসিংদী জেলার অধিবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আনদুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড.আলাউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নরসিংদী জেলার অধিবাসী প্রফেসর ড. দার্গা দাস ভট্টাচার্য, প্রাক্তন সেনাপ্রধান ও মন্ত্রী লে. জেনারেল (অব.) নূর উদ্দিন খান, মেজর জেনারেল (অব.) জিয়া উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) আবদুল মতিন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, জামালপুর জেলার অধিবাসী বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীর, শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম প্রমুখের নাম উল্লেখযোগ্য।
এসকে রাসেল/এসপি