নেত্রকোনায় আবারো নৌকা পেলেন নজরুল ইসলাম

নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) পেয়েছেন বর্তমান মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান। বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আলহাজ নজরুল ইসলাম খানের ছেলে জেমী খান।
আলহাজ মো. নজরুল ইসলাম খান বর্তমানে নেত্রকোনা পৌরসভার মেয়র এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বাবা প্রয়াত আব্বাস আলী খান ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। তিনি নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যানও ছিলেন।
নজরুল ইসলাম খান তিনবার নেত্রকোনা পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এসপি