এখন কিস্তির টাকা কীভাবে দেব?

ভোলায় একের পর এক ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হচ্ছে। গত এক মাসে প্রায় ১০টিরও বেশি রিকশা চুরি হয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন চালক ও মালিকরা। পুলিশ বলছে, চোরচক্রটিকে ধরতে তারা কাজ করছে।
সবশেষ শুক্রবার দুপুরে ভোলা সদর রোডের অবসর সিনেমা হলের সামনে থেকে একটি অটোরিকশা চুরি হয়। রিকশাটির মালিক বোরহানউদ্দিন উপজেলার হাসননগর ইউনিয়নের মইন উদ্দিন। চুরির ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় যে, কাজিরহাট থেকে রির্জাভ নিয়ে মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে আসেন মইন উদ্দিন। রোগী ভেতরে থাকায় তিনি অবসর সিনেমা হলের সামনে একটি আমের দোকানের পাশে অটোরিকশাটি রেখে দিদার মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এসে দেখেন রিকশাটি আর নেই। কান্নায় ভেঙে পড়লে পথচারীরা তাকে থানায় যেতে বলেন।
ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে মইন উদ্দিন বলেন, এক বছর আগে আশা অফিস থেকে ২০ হাজার টাকা এবং ব্র্যাক সমিতি থেকে ৫০ হাজার টাকা কিস্তিতে নিয়ে মোট ৭০ হাজার টাকায় রিকশা কিনেছিলাম। কিস্তি দিয়ে কোনোরকম পরিবার নিয়ে দিন পার করছিলাম। এর মধ্যেই রিকশা চুরি হয়ে গেল। এখন আমি কীভাবে কিস্তির টাকা দেব? কীভাবে পরিবার চালামু কিছুই ভেবে পাচ্ছি না। এখন পুলিশ যদি একটু দায়িত্ব নিয়ে রিকশাটি খুঁজে বের করে দেয়, তাহলে কৃতজ্ঞ থাকবো। তা না হলে রাস্তায় নামতে হবে।
কালাম নামের এক অটোরিকশাচালক বলেন, লকডাউনে এমনিতেই শেষ হয়ে গেছি। এভাবে যদি রিকশা চুরি হয়ে যায়, তাহলে আমরা কীভাবে চলব? একটার পর একটা চুরি হচ্ছে। গত এক মাসে দশটার বেশি চুরি হয়েছে। কাল যে আমারটা হবে না, সেই গ্যারান্টি কে দেবে? আশা করি পুলিশ আমাদের সাহায্য করবে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ধরনের অভিযোগ এলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। চোরচক্রটি ধরার জন্য পুলিশ কাজ করছে। আশা করি, দ্রুত চক্রটিকে ধরতে পারব। ইতোমধ্যে দু-একজনকে ধরে কোর্টে চালান করা হয়েছে।
আরএইচ