তিন রুটে ফেরি পারাপার স্বাভাবিক

কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া, শরীয়তপুর-চাঁদপুর, এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়-
পদ্মায় ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে রোববার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশায় ফেরির দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে নৌরুটে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে নৌরুট পারাপারে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু করা হয়েছে
এদিকে, ৯ ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে রোববার রাত ৩টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে গেলে সোমবার বেলা ১১টায় নৌচলাচল স্বাভাবিক হয়।
আইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এডাতে আমরা নৌচলাচল বন্ধ রাখি। পরে কুয়াশা কেটে গেলে নৌচলাচল স্বাভাবিক করে দেই। দীর্ঘ ৯ ঘণ্টা পর সকল ধরনের নৌচলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া, ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুরের ইব্রাহিমপুর ঘাটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যানবাহনের চাপ কমতে শুরু হয়েছে। এর আগে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুল মোমেন বলেন, রাতে কিছুটা কুয়াশা ছিল। তখন থেকেই যানবাহন পারাপার থেমে থেমে হচ্ছিল। কিন্তু সোমবার (১৮ জানুয়ারি) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা ১১টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এসপি