দৌড়ে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রেললাইনের ওপর দিয়ে দৌড়ে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অভি ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বদরগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ভাটিখানা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত অভি ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ স্টেশন মাস্টার হরিপদ সরকার বলেন, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা রেললাইন সংস্কারকাজে ব্যবহৃত ইঞ্জিন রংপুরের দিকে যাচ্ছিল।
এ সময় দৌড়ে রেললাইন পার হতে গিয়ে অভি নামের ওই যুবক ট্রেনে কাটা পড়েন। তার কোমরের নিচের অংশ কেটে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, অভি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। দৌড়ে রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে মারা গেছেন অভি।
এর আগে ১৪ জানুয়ারি পীরগাছা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে শারমিন বেগম মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়। ১০ দিনের ব্যবধানে রোববার বদরগঞ্জে ট্রেনে কাটা আরেকজনের মৃত্যু হলো।
এএম