সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা স্লুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়।
আটকরা হলেন- উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ জানান, শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকা দিয়ে ভাড়ায় নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা স্লুইচগেট এলাকায় পৌঁছালে চালককে কিল ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে।
তিনি বলেন, ঘটনাটি জানার পর দুপুর ২টার দিকে র্যাবের একটি দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আকরামুল ইসলাম/এসপি