ময়মনসিংহে ১৩৬০ মিটার আরসিসি সড়ক নির্মাণ উদ্বোধন

ময়মনসিংহ নগরীতে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১৩৬০ মিটার দীর্ঘ দুইটি আরসিসি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে সিটি ২৯ ওয়ার্ডের গন্ড্রপা এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
সড়ক দুটি হলো- বাদেকল্পা আমরতলা মোড় থেকে উত্তর দাপুনিয়া পর্যন্ত এবং গন্ড্রপা মরহুম নূরুল ইসলাম সড়ক।
উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। নতুন নতুন সড়ক ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। দ্রুত সড়কবাতিও পৌঁছে দেওয়া হবে।
মেয়র উন্নয়ন কাজে সবার সহযোগিতা কামনা করে বলেন, রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নিজে থেকে জায়গা ছাড়তে হবে। শুধু নিজের চিন্তা না করে সামগ্রিক চিন্তা করতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এ সময় ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক ও জীবন কষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উবায়দুল হক/আরআই