ডাকাতির মামলায় গ্রেফতার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

ফরিদপুরের সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারকে (৫১) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকালে সদরপুর উপজেলা চত্বর থেকে আলমগীর হাওলাদারকে গ্রেফতার করে সদরপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। তিনি জানান, আলমগীর হাওলাদারের বিরুদ্ধে মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। ২০১২ সালের সেই ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হয়।
আলমগীর হাওলাদার সদরপুরের নারকেলবাড়িয়া ইউনিয়নের মুলাই হাজীর কান্দি গ্রামের শামসুল হক হাওলাদারের (সোনা মিয়া) ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমগীর হাওলাদার আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সদরপুরের নারকেলবাড়িয়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হন। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তিনি মনোনয়নপত্র জমা দেন। রোববার ওই মনোনয়নয়নপত্র বাছাইকালে আলমগীর বৈধ প্রার্থী বলে ঘোষিত হন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ বলেন, রোববার মনোনয়নপত্র বাছাইকালে আলমগীর হাওলাদার উপস্থিত না থাকলেও তার সমর্থনকারী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্রের সব কাগজপত্র ঠিক থাকায় তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলা থাকলেই মনোনয়নপত্র বাতিল হওয়ার সুযোগ নেই। যদি তিনি কোনো মামলায় দুই বছরের অধিককাল দোষী সাব্যস্ত হন, সে ক্ষেত্রে তিনি নির্বাচিত হলেও তার নির্বাচনী ফলাফল বাতিল হয়ে যাবে।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২২ সালের ৫ জানুয়ারি।
জহির হোসেন/এনএ