নৌকার প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ

আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এর আগে রোববার সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়সহ আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ রাজু আহমেদ প্রথমবারের মতো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তবে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর নির্বাচনী এলাকায় বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদ।
অভিযোগে বলা হয়, নৌকা ছাড়া অন্য প্রতীকে কেউ ভোট দিতে কেন্দ্রে গেলে সেই ভোটারের হাত-পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবর। তিনি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হেলাল মাদবরকে গাড়ি ও মটরসাইকেল পুড়িয়ে, নৌকার অফিস ভাঙচুর করে প্রতিপক্ষকে মামলা দিয়েছেন বলেও ভয়ভীতি প্রদান করছেন। কোনো ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট দিলে পিটিয়ে বের করে দেওয়া, নিজস্ব বাহিনী দিয়ে কেন্দ্র দখল করে সিল মারাসহ বিভিন্ন হুমকি প্রদান করছেন। এসব অভিযোগে নিরাপত্তা ও তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আসলে নির্বাচন কর্মকর্তা দেখবেন। তবে এ ব্যাপারে কোনো পরামর্শ বা সহায়তা রিটার্নিং কর্মকর্তা চাইলে আমরা সহযোগিতা করব।
মাহিদুল মাহিদ/এসপি