সিলেটে বাসে আগুন

সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমারগাঁও এলাকার বাসস্ট্যান্ডের উল্টো দিকে সিলেট-ঝ ০৪-০১৯৫ নম্বররের বাসটি পার্কিং করা ছিল। হঠাৎ করে বাসের পেছন দিক থেকে আগুন ধরতে শুরু করে। এ সময় আশপাশে পার্কিং করা বাসগুলো সরিয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটির মালিক আব্দুল মুকিত মুকুল বলেন, আগুনে পুরো বাস জ্বলে গেছে। বাসের ভেতরের গ্যাস সিলিন্ডারের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়েছেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হননি।
আরএআর