ফেরির তলায় ফাটল, অল্পের জন্য রক্ষা পেল ৩ শতাধিক যাত্রী

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ৩৫টি যানবাহন ও তিন শতাধিক যাত্রী নিয়ে চলাচলের সময় গোলাম মাওলা নামে একটি ফেরির তলা ফেটে গেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল ফেরিটি।
পথে হাজরা চ্যানেলের মাগুরখণ্ড এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে ভেতরে পানি ঢুকে ফেরিটির একপাশ কাত হয়ে যায়। তবে ৩৫টি যানবাহনসহ তিন শতাধিক যাত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের বাংলাবাজার থেকে রওনা হওয়ার পর মাগুরখণ্ড এলাকায় গেলে গোলাম মাওলা নামে ফেরিটির তলা ফেটে পানি ঢুকতে থাকে। এ অবস্থায় ফেরিটি কাত হয়ে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে নোঙ্গর করে। দ্রুত সব যানবাহন ও যাত্রীদের হয় নামানো।
তিনি আরও জানান, ফেরিটিতে ৩৫টি গাড়ি ও প্রায় তিন শতাধিক যাত্রী ছিল। তবে কারও কোনো ক্ষতি হয়নি। ফেরির ফাটলের স্থানটি পরীক্ষার জন্য ডুবুরি টিম আনা হচ্ছে।
ব.ম শামীম/আরএআর