জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার দাবি

করোনার সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আনন্দ মোহন কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী সাজ্জাদুল সজিব, মাসুম বিল্লাহ, আবু সাঈদ, শরীফ আহম্মেদ, আক্রাম হোসেন, শাহনাজ পারভিন নুপুর, ফারহানা মোহনা, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী রাহিমা রুহি, ফারিয়া আক্তার কেয়া, তমালিকা সাহা, মুক্তা সাহা, সাবিহা নাজনীন প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা না হলেও বয়স কিন্তু চলে যাচ্ছে। সবকিছু চলমান থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ হবে। তাছাড়া প্রায় সব বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা সশরীর চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন স্থগিত থাকবে। আসলে শিক্ষার্থীদের অবস্থা কিংবা সমস্যা জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই চিন্তা করে না।
তারা আরও বলেন, অনার্স পাস করতে ২৭ বছর চলে যাচ্ছে, তাহলে চাকরি কবে হবে। পরিবারের বোঝা হয়ে নয়, হাল ধরতে চাই। পড়াশোনার খরচ চালাতে পরিবার হিমশিম খাচ্ছে। তাই আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে অন্তত পরীক্ষা নেওয়া হোক। না হয় আন্দোলন চলমান থাকবে।
উবায়দুল হক/আরআই