যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগুন

যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টাারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যারাকের ছয়টি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, আগুন লাগার পর পরই তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও তিনটি টিম এসে কাজ শুরু করায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি কারাগারের একটি স্টাফের বাসার গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও উদঘাটন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের ছয়টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। কারাগারের বাইরে ব্যারাকে আগুনে লেগেছে। সেটিও নিয়ন্ত্রণ আছে। সবাই নিরাপদেই আছেন।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, কারাগারে আগুন লাগার পরপরই জেলারের ফোন পেয়ে দ্রুত ফায়ারের সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারাগারের ছয়টি স্টাফদের ঘর টিনের হওয়ায় আগুনে তাদের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুরাতন টিভি, ফ্রিজসহ কিছু মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
জাহিদ হাসান/আরএআর