বরগুনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরগুনা সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন দ্রুত বিচার আদালতের বিচারক নাহিদ হোসেন। পরোয়ানাভুক্ত মোশারফ হোসেন সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউপির চেয়ারম্যান।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১২ জুন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালান সতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও তার কর্মীরা। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং মজনু নামে একজনকে কুপিয়ে জখম করেন তারা।
এ ঘটনার পরদিন ১৩২ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হক কিসলু। মামলায় আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন। ফলে আজ তার রিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বাদী মুজিবুল হক কিসলু বলেন, আমার নির্বাচনী গণসংযোগে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তিনি আমার কর্মী মজনুকে কুপিয়ে মারাত্মক জখম করেন। মজনু দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিল। আমি মামলা করলেও তিনি আদালতে হাজির হননি। তাই আদালত এই আদেশ দেন।
চেয়ারম্যান মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, সাংবাদিকরা আমার বিরুদ্ধে নিউজ করলেই কি আমার ফাঁসি হবে? না, আমার কিছুই হবে না। আপনারা বরং কিসলুর (বাদী) বিরুদ্ধে একটা নিউজ করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, এখন পর্যন্ত থানায় গ্রেফতারি পরোয়ানার কপি এসে পৌঁছায়নি। কপি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এনএ