ঝালকাঠিতে মাদকবিরোধী শপথ পাঠ

মাদক ছেড়ে পাঠাভ্যাস গড়তে ঝালকাঠিতে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। ইমদাদুল হক মিলন স্ট্রিট লাইব্রেরি অ্যান্ড রিডিং ডায়াস বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শেখ মুজিব সড়কে এ আয়োজন করে।
ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করীম জাকিরের সভাপতিত্বে মাদকবিরোধী শপথ পাঠে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জোহর আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জোহর আলী বলেন, স্ট্রিট লাইব্রেরি ধারণাটি পশ্চিমা দেশে পুরাতন হলেও আমাদের দেশে নতুন। পাঠাভ্যাসের মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়তে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আককাস সিকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, সুজন’র জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ।
এর আগে লাল ফিতা কেটে লাইব্রেরির নতুন সংযোজন রিডিং ডায়াস’র উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জোহর আলী। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন সংগঠনের সদস্যরা।
বিশেষ অতিথির বক্তৃতাকালে ইউএনও সাবেকুন্নাহার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম চাঁদকাঠিকে মাদকমুক্ত ঘোষণা করেন। লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল হোসাঈন রুবেল অনুষ্ঠানটি পরিচালনা করেন।
তিনি বলেন, ‘মাদক, ক্রিকেট জুয়া, মোবাইল গেমস আসক্তি ও সুদ প্রথা হঠিয়ে আমরা একটি রিডিং সোসাইটি গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাব।’
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
ইসমাঈল হোসাঈন/এমএসআর