সাতক্ষীরায় ভালোবাসা ছড়াল সাংবাদিকরা

সহমর্মিতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে রজনীগন্ধা ও গোলাপ ফুল বিতরণ করেছেন সাতক্ষীরার সাংবাদিকরা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি।
সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে লাবনী মোড় পর্যন্ত সড়কের ভ্যানচালক, ইজিবাইক চালক, পথচারী, দোকানদার, ভিক্ষুক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, সাতক্ষীরা সদর থানা পুলিশ, ট্রাফিক পুলিশসহ পথচারীদের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি বলেন, ছোট বড় ধনী গরিব সকলে আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে একসঙ্গে চলব এই হোক ভালোবাসা দিবসে আমাদের অঙ্গীকার। সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
সাতক্ষীরা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে সাংবাদিকরা পুলিশ সদস্যদের ফুল দিল এটি একটি সম্প্রীতি। এভাবেই যদি সম্প্রীতি নিয়ে চলি তবে আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন আরো বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমরা এক সঙ্গে কাজ করতে পারব।
ফুল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাংবাদিক আকরামুল ইসলাম, ইয়ারুল ইসলাম, জাকির হোসেন মিঠু, গাজী ফারহাদ, দ্যুতি দ্বীপন বিশ্বাস, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সবুজ, একরামুজ্জামান জনি, রেজাউল করিম, সৌরভ, কর্ণ বিশ্বাস কেডি, হাবিবুল্লাহ্ হাসান ও আব্দুল্লাহ্ আল মাহফুজ।
আকরামুল ইসলাম/এমএএস