বরিশালে বিসিসিতে হচ্ছে ডাম্পিং স্টেশন

বরিশাল নগরী থেকে ১৪ কিলোমিটার অদূরে শহরের উপকণ্ঠে বর্জ্য ডাম্পিং স্টেশন করছে বরিশাল সিটি করপোরেশন। ডাম্পিং স্টেশন বাস্তবায়নকল্পে ভারতীয় হাইকমিশনার, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ছয় লক্ষাধিক নাগরিকের বাসস্থান বরিশাল সিটি করপোরেশনে দিনে কয়েক লাখ টন বর্জ্য তৈরি হয়। সেই বর্জ্য প্রক্রিয়াজাত করা বা নষ্ট করার কোনো নির্ধারিত স্থান ছিল না। যদিও কাউনিয়া ময়লাখোলায় অনেক বছর ধরে বর্জ্য ফেলে আসছিল সিটি করপোরেশন। তাতে কাউনিয়া এলাকাসহ নগরীর পরিবেশ দূষিত হতো
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় ভবন পদ্মায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ বিষয়টি সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সই করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বিসিসি সূত্রে জানা গেছে, ছয় লক্ষাধিক নাগরিকের বাসস্থান বরিশাল সিটি করপোরেশনে দিনে কয়েক লাখ টন বর্জ্য তৈরি হয়। সেই বর্জ্য প্রক্রিয়াজাত করা বা নষ্ট করার কোনো নির্ধারিত স্থান ছিল না। যদিও কাউনিয়া ময়লাখোলায় অনেক বছর ধরে বর্জ্য ফেলে আসছিল সিটি করপোরেশন। তাতে কাউনিয়া এলাকাসহ নগরীর পরিবেশ দূষিত হতো।
এ অবস্থার উন্নতির জন্য ভারতের আর্থিক সহায়তায় মূল শহর থেকে ১৪ কিলোমিটার দূরে সদর উপজেলার লামচড়িতে ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। এটি নির্মিত হলে দুর্ভোগ লাঘব হবে নগরবাসীর, এমনটা জানায় বিসিসি।
এনএ