রংপুরে পৌনে ৭ লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

রংপুর সিটি করপোরেশন (রসিক) ১৮ ওয়ার্ডসহ জেলার ৮ উপজেলার ৬ লাখ ৮৭ হাজার ১৩২ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রংপুর নগরের ৩৬৯ টিকাদান কেন্দ্রসহ জেলার ৬ হাজার ৩৯৯টি কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হবে। নয় মাস থেকে দশ বছরের কম বয়সী শিশুরা এই টিকা পাবে। এই টিকাদান কার্যক্রমে ৫৪৬ জন মাঠকর্মী এবং ৭৯৫ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে।’
তিনি বলেন, হাম-রুবেলা ক্যাম্পেইনে শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেলা সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মাহবুবুল ইসলাম, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু প্রমুখ।
এদিকে ১২ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের ১৬ থেকে ৩০নং ওয়ার্ডে হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হয়েছে। এই টিকাদান কার্যক্রম চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। রংপুর নগরের ৩৬৯ কেন্দ্রসহ ঝুঁকিপূর্ণ আঠারো এলাকার শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হচ্ছে। স্বেচ্ছাসেবী ও টিকা প্রদানকারী ১৮০ জনের মাধ্যমে ৪১ হাজার ২৮৩ জন শিশুকে এই টিকা প্রদান করা হচ্ছে।
এমএসআর