জিনিসপত্রের দাম বেড়েছে, ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে সরকার

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১৪ জুলাই ২০২২, ০২:১৯ পিএম


জিনিসপত্রের দাম বেড়েছে, ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে সরকার

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে ৮০ লাখ মানুষকে সরাসরি অর্থ সহায়তা দিচ্ছে দেশটির সরকার। সহায়তায় এ অর্থ পৌঁছে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে। 

ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও নিম্ন আয়ের পরিবারগুলো সহায়তার এ অর্থ তাদের বিল্ডিং সোসাইটি বা ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্টের মাধ্যমেও পেতে পারেন। 

সরকার বলছে, ‘ডিডব্লিউপি কস্ট অব লিভিং’য়ের প্রথম কিস্তির ৩২৬ পাউন্ড জুলাইয়ের শেষ নাগাদ পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এটা ৩৬ হাজার টাকার বেশি। 

সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে দ্বিতীয় কিস্তির ৩২৪ পাউন্ড দেওয়া হবে।   

আরও পড়ুন : প্রতিদিন ৬ ঘণ্টা কাজে মাসে বেতন ৫ লাখ টাকা, তবুও মিলছে না শ্রমিক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির উচ্চমূল্যে মোকাবিলায় সরকার ঘোষিত এটা সবচেয়ে বড় প্যাকেজ। উপকারভোগীরা সহায়তার এ অর্থ খরচও করতে পারবেন, আবার চাইলে সঞ্চয়ও করতে পারবেন।  

ডিপার্টমেন্ট অব ওয়ার্ক অ্যান্ড পেনশনের একজন মুখপাত্র বলছেন, আমরা জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি দিয়ে দেওয়ার প্রক্রিয়াতে রয়েছি। যারা এ সহায়তা পাওয়ার, তারা সবাই এটা স্বয়ংক্রিভাবে পেয়ে যাবে। এ নিয়ে কারো দুশ্চিন্তার কোনো কারণ নেই। 

তিনি আরও বলেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। যেমন- এমন যদি কেউ থেকে থাকে যার নাম তালিকা থেকে বাদ পড়েছিল, তারপর আবেদনের ভিত্তিতে তালিকায় নাম সংযুক্ত হয়েছে, জুলাইয়ের পর যত দ্রুত সম্ভব তাদের কাছেও সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হবে।  

সূত্র : বিবিসি। 

এনএফ  

Link copied