বিএলএফসিএর নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২৩, ০৭:১৫ পিএম


বিএলএফসিএর নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। 

সোমবার (২৩ জানুয়া‌রি) বিএলএফসিএর পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

সংগঠনটির নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি বিদায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ছিলেন।

এদিকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং লংকান এলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান্তি কুমার সাহা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স), মোহাম্মদ জামাল উদ্দিন (আইডিএলসি ফাইন্যান্স), খাজা শাহরিয়ার (লংকা- বাংলা ফাইন্যান্স), মোহাম্মদ মোশাররফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স), সাইফুদ্দিন এম নাসের (ন্যাশনাল ফাইন্যান্স), ইরতেজা আহমেদ খান (স্ট্রাটেজিক ফাইন্যান্স) ও সৈয়দ মিনহাজ আহমেদ (উত্তরা ফাইন্যান্স)।

আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বৃদ্ধিসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় জানিয়েছেন নতুন নির্বাহী কমিটি।

এসআই/কেএ

Link copied