পদ্মা অয়েলের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পু্ঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড।
৩০ জুন, ২০২০ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটির পরিচালনা পরিষদ।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই দিন চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা কমেছে প্রতিষ্ঠানটির। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ২৯ টাকা ৭ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে প্রায় ২টাকা।
আলোচিত বছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫৭ টাকা ৬৪ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।
মুনাফা কমেছে পদ্মা অয়েলের
অর্থ বছরের প্রথম প্রান্তিকে পদ্মা অয়েল লিমিটেডের ৬২ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার টাকা মুনাফা হয়েছে। এর আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৭৩ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা মুনাফা কমেছে।
আর তাতে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৪৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ৬৮ পয়সা। গত বছরের একই সময় ছিল ৩ টাকা ৪৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬৪ টাকা ৪ পয়সা। এর আগের বছর একই সময় ছিল ১৫৭ টাকা ৬৪ পয়সা।
এমআই/এসআরএস