শেয়ারপ্রতি ৪ টাকা নগদ লভ্যাংশ দেবে মতিন স্পিনিং

শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ৪ টাকা করে নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি।
রোববার (১৫ অক্টোবর) জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এর ফলে কোম্পানির ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার শেয়ারের বিপরীতে ৩৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকার লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্যমতে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ অর্থাৎ ৪ টাকা করে লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে জমা হবে।
এর আগের বছর কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ১০ টাকা ৭৯ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ অর্থাৎ ৫ টাকা করে মুনাফা দিয়েছিল। সে হিসেবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মুনাফাও কম হয়েছে। তাই শেয়ারহোল্ডাররাও ১০ শতাংশ লভ্যাংশ কম পাবেন।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।
রোববার কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল ৭৭ টাকা ৬০ পয়সা। ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬০ টাকা ৪ পয়সা।
এমআই/এমজে