বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৯ মে ২০২১, ০৭:৪৬ পিএম


বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি মোজাম্মেল হোসেন মোহন ও সাধারণ সম্পাদক শেখ শাহ আলম

বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতির কার্যকরী পরিষদের ২০২১-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের সভাপতি পদে মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক পদে শেখ শাহ আলম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতি ১৯৯৪ সালে গঠিত হলেও এবারই প্রথম সরাসরি নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলো।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বাংলাদেশ ফার্নিচার পেশাজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫৭৬ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯৮ জন। এর মধ্যে ২৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোজাম্মেল হোসেন মোহন। এছাড়া সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে শেখ শাহ আলম নির্বাচিত হয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৩০ দিনের মধ্যে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করবেন।

এসকেডি

Link copied