ডিবিএল সিরামিকসের সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

সম্প্রীতি আর সৌহার্দ্য বাড়াতে সিরামিক এক্সপো ২০২৫-এর শুরুতে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিলেন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ডিবিএল গ্রুপের কর্মকর্তা ও এক্সপো উপলক্ষ্যে আসা আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিবিএল সিরামিকস সৌজন্যে ও আয়োজনে ঢাকার শেফস টেবিল কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষ্যে কোর্টসাইডে উপস্থিত ছিলেন ইতালির দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও দূতাবাস কর্মকর্তারা, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-এর চেয়ারপার্সন নুরিয়া লপেজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম এবং ডিএমডি ও গ্রুপ সিইও এম এ কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডিবিএল গ্রুপের কর্মকর্তা ও এক্সপো উপলক্ষ্যে আসা আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিসহ অন্যরা।
লাল জার্সি পরে মঠে নামেন ডিবিএল গ্রুপের কর্মকর্তারা। অন্যদিকে সাদা জার্সিতে খেলেন আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা। খেলা শেষে আয়োজক ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল শুধু খেলা নয়, পাশাপাশি এক্সপো উপলক্ষ্যে আগত আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং সম্পর্ক আরও মজবুত করা। আমরা আশা করি, এই ধরনের ম্যাচ আমাদের ব্যবসায়িক এবং সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে আরও সহযোগিতা এবং সৌহার্দ্য সৃষ্টি করবে।’
ডিবিএল গ্রুপের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই ধরনের একটি স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করা তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল। তারা ভবিষ্যতে আরও একত্রিতভাবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। প্রীতি ম্যাচ শেষে সবাই বন্ধুত্বপূর্ণ আলোচনা করেন এবং একে অপরের সংস্কৃতি ও ব্যবসায়িক অভিজ্ঞতা শেয়ার করেন।
