দেড় মাস পর ৫০০০ ছাড়াল সূচক, নতুন বছরে বড় উত্থান

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর মধ্যে ডিএসইতে যে কয়টি সিকিউরিটিজের দরপতন হয়েছে, তার চেয়ে প্রায় ৭ গুণ বেশি সংখ্যকের দাম বাড়ায় নতুন বছরে সূচকে সবচেয়ে বড় উত্থান হয়েছে। এতে প্রধান সূচক ডিএসইএক্স দেড় মাসের বেশি সময় পর পাঁচ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। এক্সচেঞ্জটির লেনদেনেও চাঙাভাব দেখা গেছে।
অপর পুঁজিবাজার সিএসইতেও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। এ বাজারেও লেনদেন বেড়েছে।
অন্তর্বর্তী সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্বে শুরু থেকেই পুঁজিবাজারে আস্থাহীনতার বিষয়টি বারবার আলোচনায় এসেছে। বাজারে বড় বিনিয়োগকারীরা অনেকটা সাইডলাইনে থেকে বাজার পর্যবেক্ষণ করছেন, এমনটাই ধারণ বিশ্লেষকদেরও। এতে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বাজার নিম্নমুখী আচরণ করছে।
এর মধ্যেই হঠাৎ আজ রোববার পুঁজিবাজারে নতুন বছরের সবচেয়ে বড় উত্থান হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। সূচকটির এই অবস্থান গত ২৭ নভেম্বরের পর সর্বোচ্চ, ওইদিন সূচকটি ৫ হাজার ২৮ পয়েন্টে ছিল। এরপর সূচকটি আর ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করতে পারেনি।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন, ডিএসইতে মোট ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।
অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স আজ আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। এ ছাড়া, এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ৮৬২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭০০ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৭৩ লাখ টাকা।
এমএমএইচ/এমজে