একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু রোববার

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২১, ০২:২০ পিএম


একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু রোববার

পুঁজিবাজারে একমি পেস্টিসাইডস লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী রোববার (১৪ নভেম্বর)। প্রাথমিক গণপ্রস্তাবসহ (আইপিও) সব কার্যক্রম সম্পন্ন হওয়া কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করা কোম্পানিটির ডিএসইতে ট্রেডিং কোড হবে ACMEPL। আর কোম্পানি কোড হবে ১৮৪৯৬। লেনদেন শুরুর লক্ষ্যে কোম্পানিটি বুধবার (১০ নভেম্বর) সিডিবিএলের মাধ্যমে আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে। একমি পেস্টিসাইডস গত ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

চলতি বছরের ১৯ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে। কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী চার বছরে লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এমআই/জেডএস

Link copied