রোববার বন্ধ পুঁজিবাজার

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ মে ২০২২, ১১:৩৬ এএম


রোববার বন্ধ পুঁজিবাজার

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল রোববার (১৫ মে) দেশের পুঁজিবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। একই তথ্য জানান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক।

তারা বলেন, দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিনটি উদযাপনের জন্য রোববার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সরকারি ছুটি, ফলে ব্যাংক বন্ধ থাকে।

পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বিমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ মে যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।

এমআই/এমএইচএস

Link copied