‘সুবর্ণজয়ন্তী কর্নার’ স্থাপনের বিষয়ে অগ্রগতি জানতে চায় মাউশি

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের ওয়েবসাইটে নির্দেশনা অনুসারে সুবর্ণজয়ন্তী কর্নার স্থাপনের অগ্রগতি জানতে চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এসব তথ্য জানিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে মাউশিতে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।
রোববার অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এসব তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস।
কর্মকর্তাদের তার আওতাধীন এলাকার কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস আছে সে তথ্য, সুবর্ণজয়ন্তীর কর্নার স্থাপন করা হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ও সুবর্ণজয়ন্তী কর্নার স্থাপন করা হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা মন্তব্যসহ লিখে পাঠাতে বলা হয়েছে।
জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ‘সুবর্ণজয়ন্তী কর্নার’ স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। সে নির্দেশনার আলোকে গত ৯ মার্চ সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোর ওয়েবসাইটে এ কর্নার স্থাপন করার ব্যবস্থা নিতে বলেছিল মাউশি।
গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘সুবর্ণজয়ন্তী কর্নার’ স্থাপনের বিষয়ে অগ্রগতির প্রতিবেদন চাওয়া হয় মাউশির কাছে। সে অনুসারে মাঠ পর্যায়ের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
এএজে/এনএফ