স্কুল শিক্ষার্থীদের সৃজনশীল মেধা অন্বেষণ শুরু হচ্ছে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ মার্চ ২০২৩, ০৮:৪৭ পিএম


স্কুল শিক্ষার্থীদের সৃজনশীল মেধা অন্বেষণ শুরু হচ্ছে

চলতি বছর আবারো বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

রোববার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সারা দেশের প্রতিযোগিতার সময়সূচী প্রকাশ করা হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে প্রতিবছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতা অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রতিযোগিতার সূচিতে দেখা গেছে, প্রতিষ্ঠান পর্যায়ে আগামী ১৩ থেকে ১২ মার্চ, উপজেলা পর্যায়ে ও ঢাকা মহানগরসহ ২৫ থানায় ২০ থেকে ২১ মার্চ, জেলা পর্যায়ে ২ মে, ঢাকবা মহানগর ৩ মে এবং বিভাগীয় পর্যায়ে ৯ মে রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এনএম/এফকে

Link copied