এবার আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ সংক্রান্ত কর্মশালা স্থগিত করার পর এবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত এ সভার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর 'বিশ্ব শিক্ষক দিবস' উদযাপন উপলক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা অনিবার্য কারণবশত ১৩ সেপ্টেম্বরের পরিবর্তে ১৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর ৪র্থ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে৷
এমএম/এসকেডি