ওয়েভার পাওয়া টিউশন থেকে ৫ শতাংশ বন্যার্তদের দেওয়ার আহ্বান

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ সীমাহীন কষ্টে পড়েছেন। এসব মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালাইন্স অব বাংলাদেশ (পিইউএসএবি)।
এর অংশ হিসেবে ইউনিভার্সিটিগুলো শিক্ষার্থীদের টিউশন থেকে একটা বরাদ্দ দেওয়ার দাবি জানান। এছাড়াও যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে নানা ধরনের ওয়েভার (ছাড়) পেয়েছেন সেখান থেকে ৫ শতাংশ অর্থ নিয়ে বন্যার্ত মানুষদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
আজ (বৃহস্পতিবার) পিইউএসএবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, চলতি সেমিস্টারে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেমিস্টার ফি’তে ওয়েভার প্রদান করেছে। এজন্য প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালাইন্স অব বাংলাদেশ (পিইউএসএবি) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোবে প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷
আপনারা সবাই অবগত আছেন বর্তমানে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা। তাই আমরা শিক্ষার্থীদের নিকট মানবিক আবেদন জানাতে চাই। ইউনিভার্সিটি অথরিটির সঙ্গে আলোচনা করে আপনাদের প্রাপ্ত ওয়েভার থেকে ৫% ওয়েভারের সমমান অর্থ নিয়ে বন্যার্ত মানুষদের পাশে এগিয়ে আসুন। এই অর্থ আপনারা আপনাদের ওয়েভার থেকে দিতে পারেন অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিজে থেকে দিয়ে এগিয়ে আসতে পারে।
প্রতিটি ইউনিভার্সিটির নিজস্ব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব আছে। এই ক্লাবের মাধ্যমে কিংবা সুবিধাজনক/বিশ্বস্ত কোনো সংস্থার মাধ্যমেও ইউনিভার্সিটি গুলো এই সহায়তা পৌঁছে দিতে পারেন।
এনএম/এমএ