এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগের কথা জানালেন উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তিতে আর্থিক লেনেদেনের অভিযোগ রয়েছে। আগে শিক্ষাভবনে এমপিও দেওয়া হলেও এখন মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে। দুর্নীতি ও অর্থ লেনদেন এড়াতে এনটিআরসিএ যখন নিয়োগের সুপারিশ করে তখনই এমপিওভুক্তির সম্পন্ন করা যেতে পারে বলে মত দিয়েছেন তিনি। এজন্য তিনি উদ্যোগ গ্রহণ করা হবে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পরিকল্পনা কমিশনে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)-এর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন তিনি।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বেতন-ভাতার বিষয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তারা প্রাথমিকের সমমান। অথচ প্রাথমিকে জাতীয়করণ করা হয়েছে কিন্তু ইবতেদায়ী বাইরে রাখা হয়েছে। ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের বেতন ১৫০০, প্রধান শিক্ষকের বেতন ৩০০০ টাকা মাত্র। তাদের সমস্যাটা জেনুইন কিন্তু এই মুহূর্তে অনশন করে আমাদের বিব্রত করা ছাড়া আর কিছুই হবে না। এটি না করে বরং কি করা যায় সেই চিন্তা করতে আমাদের সময় দেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, অগ্রাধিকার অনুযায়ী আমরা যাতে কাজ শুরু করে দিতে পারি। যাতে পরবর্তী সরকার এসে বুঝে যে তারা আসলেই বঞ্চিত। তাদের জন্য কিছু করা প্রয়োজন।
পৃথিবীর উন্নত দেশগুলো কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দিলেও বাংলাদেশে কেবল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স-মাস্টার্স পড়িয়ে বেকার তৈরি করা হচ্ছে উল্লেখ করে অর্থনীতির এই শিক্ষক বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে ৭০ শতাংশ শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করে। আর আমাদের এখানে উল্টো। সবাই অনার্স-মাস্টার্স পড়ে বেকার হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো তো আছেই, পাশাপাশি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তন দরকার।
মতবিনিময় সভায় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএম/এমএন