বুধবার মাউশি ঘেরাও করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সদ্য নিয়োগ পাওয়া মহাপরিচালকের প্রত্যাহারের দাবিতে বুধবার ফের বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করবে বিএনপির শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
আজ (মঙ্গলবার) সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হককে প্রত্যাহারের দাবিতে আগামীকাল বুধবার শিক্ষা ভবন ঘেরাও করা হবে।
এর আগে ১১ ফেব্রুয়ারির মধ্যে মাউশি ডিজিকে প্রত্যাহার না করলে আগামীকাল বুধবার শিক্ষা ভবন ঘেরাও করে কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে দেওয়া হবে না বলে আল্টিমেটাম দিয়েছিলেন ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।
আরও পড়ুন
গত ৬ ফেব্রুয়ারি সদ্য পদায়ন হওয়া মাউশি ডিজি অধ্যাপক ড. এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক পদ থেকে ড. জুলফিকার হায়দারকে প্রত্যাহারের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমান শিক্ষাসচিব আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে। অবিলম্বে মাউশির মহাপরিচালককে পদত্যাগ করতে হবে।
এনএম/এমজে