স্থায়ীভাবে পরিচালনায় সরকারের অনুমতি পেল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়কে স্থায়ীভাবে পরিচালনা এবং পাঠদানের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে এই সনদপত্র দেওয়া হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ এর সচিব মো. শাহ আলম সিরাজের সই করা একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১০ অনুযায়ী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের ভিত্তিতে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়কে স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এই সিদ্ধান্তের ফলে এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জের ৬৭৫১ পোস্ট কোড এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি এখন থেকে পূর্ণাঙ্গ স্বীকৃতির আওতায় কার্যক্রম পরিচালনা করতে পারবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়টি ইউজিসির অনুমোদনসাপেক্ষে যেসব শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে, সেসব প্রক্রিয়াকে এখন থেকে সরকারিভাবে স্থায়িত্ব দেওয়া হলো। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখায় নানা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু রয়েছে।
আরএইচটি/এমএসএ