পরিবেশ দিবস উদযাপনে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ কর্মসূচি পালনের নির্দেশ

পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে নির্ধারিত দিনে উদযাপন সম্ভব না হওয়ায় এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ আগামী ২৫ জুন পালিত হবে। দিবসটি উদযাপন উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, সেমিনারসহ পাঁচটি কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (১৮ জুন) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন দিবসটি জাতীয়ভাবে উদযাপন করা হবে।
নির্দেশনায় বলা হয়, বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে এবং পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে এ বছর ৫টি কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এই কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে।
গৃহীত ৫টি কর্মসূচি হচ্ছে—
১. শিক্ষার্থীদের অংশগ্রহণে নিজ নিজ শ্রেণিকক্ষ ও বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিতে হবে।
২. সবুজ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণে গাছ লাগানো এবং তা পরিচর্যার ব্যবস্থা করতে হবে।
৩. পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করতে হবে।
৪. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বাড়াতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য সেমিনার আয়োজন করতে হবে।
৫. পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয়— বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
মাউশির এই নির্দেশনায় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব অঞ্চলের উপপরিচালক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও বিষয়টি অবহিত করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ২৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস ২০২৫'-এর কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
আরএইচটি/এমজে