কামিলে ভর্তির সময় বাড়ালো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়িয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ভর্তিচ্ছুদের জন্য বিলম্ব ফি ছাড়া ও বিলম্ব ফিসহ দুইপর্যায়ে নতুন সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
রোববার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি করা হবে। এরপর ২৮ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ভর্তি হতে শিক্ষার্থীদের বিলম্ব ফি দিতে হবে। আর ভর্তি ফি জমা দিতে হবে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায়। তবে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় টাকা জমা না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফি জমা দিতে হবে ২৮ জুলাই থেকে ৩০ জুলাই, আর বিলম্ব ফিসহ ভর্তি হলে ফি জমার সময় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ভর্তি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীদের ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ১৮ আগস্ট থেকে ২১ আগস্ট সময়ের মধ্যে চূড়ান্ত সাবমিট করতে হবে। আর নিয়মিত ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।
আরও পড়ুন
এছাড়া, রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের অনলাইন ব্যাংকিং রশিদ ও ইএসআইএফ লিস্টসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় জমা দিতে হবে। আর জমা দেওয়ার মাধ্যম হিসেবে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস গ্রহণযোগ্য বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএইচটি/এমএন