ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ৩ বর্ষের রুটিন প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মানোন্নয়ন) পরীক্ষা-২০২৪ আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত রুটিনে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা সময়সূচি অনুযায়ী, পরীক্ষাগুলো দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আর ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। প্রথম দিন অর্থাৎ ২১ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ফাজিল স্নাতক (পাস) প্রথম বর্ষের উলূমুল কুরআন ওয়াল হাদিস (নতুন সিলেবাস: তাফসির ও উসুলুত তাফসির) পরীক্ষা। আর সবশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর
বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। প্রতিটি উত্তরপত্রে নির্দিষ্ট ওএমআর ফরম পূরণ করে সঠিকভাবে রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না। ব্যবহারিক বিষয়ে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে এবং এসব পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানানো হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে হবে এবং ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাতদিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে সঠিকভাবে রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি লিখে ওএমআর ফরমে বৃত্ত পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবহারিক বিষয়ে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে আলাদা করে পাস করতে হবে এবং এসব পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যার তারিখ পরে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির ক্ষেত্রে একই স্বাক্ষর লিপি ব্যবহার করতে হবে। কোনো পরীক্ষার্থী প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্যকোনো বিষয়ে অংশ নিতে পারবে না।
এছাড়া পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনতে পারবে না, শুধুমাত্র কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ডাকযোগে কোনো বিজ্ঞপ্তি পাঠানো হবে না বলে জানানো হয়েছে।
রুটিন দেখুন এখানে ক্লিক করুন
আরএইচটি/এআইএস