১১ মাস কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় মামলায় প্রভাষককে ‘তিরস্কার’ লঘুদণ্ড

অনুমতি ছাড়াই টানা ১১ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রভাষক মো. খোশনদে রাব্বীর বিরুদ্ধে বিভাগীয় মামলায় ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ অভিযোগে তদন্ত ও শুনানির সব ধাপ শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত ২৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে মঞ্জুর করা ছুটির মেয়াদ ২১ সেপ্টেম্বর ২০২৩ শেষ হলেও তিনি ২২ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২৭ আগস্ট ২০২৪ পর্যন্ত অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশের জবাব দেওয়ার পর তিনি ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে গত ১০ জুলাই ২০২৫ তার ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদন, অভিযুক্ত কর্মকর্তার জবাব এবং বিভাগীয় মামলার সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগের গুরুত্ব ও সব দিক বিবেচনা করে বিধিমালার ৪(২)(১)(ক) অনুযায়ী তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড প্রদান করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটি মহাপরিচালক, সংশ্লিষ্ট দপ্তর, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং কর্মকর্তার ব্যক্তিগত নথিতে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দপ্তরে পাঠানো হয়েছে
আরএইচটি/এমএন