যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকার একটি বাসায় ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খাইরুল হাওলাদার (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খাইরুল ইসলাম বরগুনা জেলার বামনা থানা এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে ছিল। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ভাতিজা রুবেল জানান, আমার চাচা পাশের একটি বাসায় বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার চাচা আর বেচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমএন