চট্টগ্রামে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

প্রায় দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়েছে চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা সংক্রমণের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ ছিল প্রতিষ্ঠানগুলো।
ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সরকারি মুহাম্মদ মহসিন কলেজে গেছেন একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া সুলতানা। তিনি ঢাকা পোস্টকে বলেন, এসএসসি পাসের পর অনেক আগ্রহ নিয়েছিলাম কখন কলেজে যাবো। বান্ধবীদের সাথে দেখা হবে। কলেজে ভর্তি হওয়ার একবছর পর বান্ধবীদের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। প্রথমদিন সবাই স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করেছি।
চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের (বাওয়া) দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন পরে ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। স্কুলে এসে ক্লাস করার মজাটাই অন্যরকম। এবার এসএসসি পরীক্ষাটা ঘোষিত সময়ে হলেই বাঁচি।
এদিকে স্কুল খোলার প্রথমদিনে চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। সরকারের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে ক্লাসে প্রবেশ করাতে দেখা গেছে।
চট্টগ্রামের আনোয়ারা বখতিয়ার পারা চারপীর আউলিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের বরণে সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তাপমাত্রা মেপে, রজনীগন্ধা ও হ্যান্ড স্যানেটাইজার উপহার দিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীদের বরণ করে নিয়েছি। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করা হবে।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সরকারি সব নির্দেশনা মেনেই স্কুল খোলা হয়েছে। স্বাস্থ্যবিধি যাতে সব শিক্ষার্থী মেনে চলে সে ব্যাপারেও নজর রাখা হচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আমরা দুই শিফটে ক্লাস নেওয়ার ব্যবস্থা রেখেছি।
কেএম/এনএফ