এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

১১ অক্টোবর ২০২১, ০১:১৬ পিএম


এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

চলতি ২০২১ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সোমবার (১১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। এবার করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় এ পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।

এবার সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে তিনটি নৈর্বাচনিক বিষয়ে এসএসসির পরীক্ষা নেওয়া হবে। ইতোমধ্যে পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও রুটিন প্রকাশ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হলো।

তালিকা দেখুন এখানে

এসএসএইচ

Link copied