২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ দিন ছুটির প্রস্তাব

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০২ ডিসেম্বর ২০২১, ০৮:৩১ এএম


২০২২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ দিন ছুটির প্রস্তাব

২০২২ সালে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি রেখে শিক্ষাপঞ্জি তৈরির প্রস্তাব করা হয়েছে।

জানা যায়, শিক্ষাপঞ্জির তালিকা নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেটি কার্যকর হবে।

মাউশি থেকে জানা গেছে, এবারও প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে ৮৫ দিন ছুটি রাখা হয়েছে।

পবিত্র রমজান মাস, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৩১ দিন ছুটি থাকবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত ১৫ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

পবিত্র ঈদে মিলাদুননবি (সা.), দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আটদিন ছুটি রাখা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ, বিজয় দিবস, বড়দিন উপলক্ষে ১৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিন ছুটি থাকবে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে। 

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে ১৫ দিন ছুটির প্রস্তাব রাখা হয়েছে।

জেডএস

Link copied