উন্নয়ন সুসংহত করতে তরুণদের দক্ষতা বৃদ্ধি করতে হবে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর ২০২১, ০৪:১৬ এএম


উন্নয়ন সুসংহত করতে তরুণদের দক্ষতা বৃদ্ধি করতে হবে

দেশের উন্নয়ন সুসংহত করতে তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড.  মুহাম্মদ আলমগীর।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন প্লাটফর্মে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত প্রকাশ করেন।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন,  উপাচার্য (ভারপ্রাপ্ত) মুঞ্জুর-ই-খোদা তরফদার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে ইউজিসি ব্লেন্ডেড লার্নিং কারিকুলাম, আউটকাম বেইজড এডুকেশন প্রণয়ন ও কারিকুলাম যুগোপযোগী করার উদ্যোগ গ্ৰহণ করেছে।

এছাড়া, তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে দেশের সত্যিকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এএজে/ওএফ

Link copied