আইইউবিএটিতে শুরু হচ্ছে ১৬তম সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ফোরাম

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) দুই দিনব্যাপী শুরু হতে যাচ্ছে ১৬তম সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ফোরাম (এসএএমএফ)।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শুকুর আইবিএ ইউনিভার্সিটি পাকিস্তানের উপাচার্য এবং এএমডিআইএসএর সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মীর মোহাম্মাদ শাহ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক এমেরিটাস ড. সৈয়দ জহুর হাসান এবং ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম।
শনিবার (১৮ ডিসেম্বর) একই সময়ে হবে ফোরামের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর পরিচালক এবং সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়াও ফোরামের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা উপস্থিত থাকবেন।
এবারের আয়োজনের মূল বিষয় ‘ইমপ্যাক্ট অফ প্যানডেমিক অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট–স্ট্রাটেজিস ফর সাস্টেনিবিলিটি অ্যান্ড গ্রোথ’। অনুষ্ঠানের আয়োজক অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ)।
১৬তম সাউথ এশিয়ান ম্যানেজমেন্ট ফোরামের সভাপতিত্ব করবেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
এবারের আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ৯৬টি সারসংক্ষেপ ও ৫১টি প্রবন্ধ নিবন্ধিত হয়েছে। ইতোমধ্যে প্রবন্ধ উপস্থাপনের জন্য ৭১ জন নিবন্ধিত হয়েছেন। এছাড়াও শতাধিক শিক্ষাবিদ, গবেষক এতে অংশ নেবেন। এবারের অনুষ্ঠানে ১৫টিরও বেশি ব্যবসায়িক সংস্থার নীতিনির্ধারকরা গোলটেবিল অধিবেশনে অংশ নেবেন।
এএজে/আইএসএইচ