দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে সমাবেশ ২৭ ফেব্রুয়ারি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৫ এএম


দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে সমাবেশ ২৭ ফেব্রুয়ারি

পুরনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আগামী ২৭ ফেব্রুয়ারি সমাবেশ করবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। ওইদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই সমাবেশ শুরু হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরতদের সমন্বয়ক সংগ্রাম খান।

তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। আমরা ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা হাতে ঢাকা কলেজের সামনে সমবেত হব। আশা করছি, সারাদেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেবেন। সমাবেশের মাধ্যমে দাবি আদায় না হলে আমরা অনশনে যাব।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে।

এএজে/এমএইচএস

Link copied