কাশ্মিরে শুটিংয়ে আহত সামান্থা-বিজয়

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ মে ২০২২, ০৭:৫৫ এএম


কাশ্মিরে শুটিংয়ে আহত সামান্থা-বিজয়

কাশ্মিরে ছবির শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন দক্ষিণী ছবির নায়িকা সামান্থা রাউত প্রভু এবং বিজয় দেভেরাকোন্ডা। সঙ্গে সঙ্গে নিটকবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

দেভেরাকোন্ডার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, কাশ্মিরের পেহেলগাম এলাকায় সামান্থা এবং বিজয় একটি স্টান্টের দৃশ্য শুট করছিলেন। তখনই দুর্ঘটনায় পড়েন দক্ষিণী এ দুই অভিনেতা। 

তিনি আরও বলেন, দৃশ্যটি খুবই কঠিন ছিল। লিডার রিভারের উপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিল দুই জনকে। সে সময়েই দড়ি ছিঁড়ে যায়। গাড়িসহ তারা পড়ে যান নদীতে। তাতে তাদের পিঠে আঘাত লাগে। তবে দ্রুতই তাদের উদ্ধার করা হয়।

তবে রোববার (২২ মে) দুর্ঘটনার পর ফের শুটিং শুরু করেন দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে শুট করছেন তারা। 

সূত্র : এইসময়

জেডএস

Link copied